এম সি কলেজকে বিশ্ববিদ্যালয় না করায় ক্ষোভ
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৪টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার সভাপতি পাপ্পু চন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজহারুল হক চৌধুরী সাকিবের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর, চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেটের সংগঠক নাজিকুল ইসলাম রানা, ছাত্র ফ্রন্ট নেতা এম এ ওয়াদুদ, আশিক মোস্তফা, হৃদয় দেব, সঞ্চয় শর্মা, তুলি আহমেদ নদি, সাজ্জাদ হোসেন প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৮৪ সালের ২১ জানুয়ারী এদেশের ছাত্রসমাজের অগ্রবর্তী চিন্তার পথিকৃৎ সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠার পর থেকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এদেশের ছাত্র-যুব সমাজের মাঝে উন্নত রুচি, সংস্কৃতি, নৈতিকতা ও মূল্যবোধের জাগরণ ঘটিয়ে দেশের বিদ্যমান আর্থ সামাজিক কাঠামোর আমূল পরিবর্তনের মাধ্যমে শোষনহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে পরিপূরক ছাত্র আন্দোলন গড়ে তোলার আপোষহীন সংগ্রাম চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আজ ছাত্রসমাজের অধিকার আদায়ের একক লড়াকু সংগঠনে পরিণত হয়েছে।
বক্তারা বলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এই অঞ্চলে উচ্চ শিক্ষা প্রসারে এম.সি কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও মদন মোহন কলেজকে সরকারীকরণের দাবী দীর্ঘদিন থেকে জানিয়ে আসছে। বক্তারা প্রধানমন্ত্রী মদনমোহন কলেজকে সরকারীকরণের ঘোষণা দিলেও এম সি কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ঘোষণা না করার ক্ষোভ জানান এবং এম সি কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার চলমান আন্দোলন এগিয়ে নিয়ে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।