গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনের ফলাফল প্রকাশ না করতে হাইকোর্টের নির্দেশ
ডেস্ক রিপোর্টঃ ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার নির্বাচনের সরকারী ফলাফল প্রকাশ না করার নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। গোলাপগঞ্জ পৌরসভার নাগরিক নানু মিয়া ও শাহাব উদ্দিনের করা রিট আবেদনের প্রেক্ষিতে বুধবার (৬ জানুয়ারি) বিকেলে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও রাজিক আল জলিলের বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে সরকারের সংশ্লিষ্ট বিভাগের প্রতি রুল জারি করে ডিভিশন বেঞ্চ। সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. কামরুজ্জামান জানান এ তথ্য জানান।
রিটের আবেদনকারী নানু মিয়া ও শাহাব উদ্দিন গোলাপগঞ্জ পৌরসভার বাদে রনকেলী গ্রামের বাসিন্দা। তারা ভোটার হলেও কোন ভোট কেন্দ্রের ভোটার তালিকায় নাম না থাকায় ভোট দিতে পারেন নি বলে উল্লেখ করা হয় রিটে।
গোলাপগঞ্জে ভিন্নমতের ৫২ ভোটার তালিকা থেকে বাদ : নেপথ্যে মেয়র পাপলু