মৌলভীবাজারে ব্যালট পেপার ছিনতাই
ডেস্ক রিপোর্টঃ মৌলভীবাজার সদর পৌরসভায় টাউন কামিল সিনিয়র মাদ্রাসায় ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় প্রিজাইডিং অফিসার ও ছিনতাইকারীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এছাড়া পালানোর সময় ৭৫টি ব্যালট পেপার ছিনতাইকারীদের হাত থেকে পড়ে যায়।
এ বিষয়ে রিটার্নিং অফিসার জসিম উদ্দিন মাসুদ বলেন, বেশ কয়েকজন সংঘবদ্ধ হয়ে ব্যালট পেপার ছিনতাই করে। এতে ছিনতাইকারীদের সঙ্গে আমাদের হাতাহাতির সময় ৭৫টি ব্যালট পেপার তাদের হাত থেকে পড়ে যায়।
মৌলভীবাজার পৌরসভায় বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হওয়ায় কেন্দ্রটিতে ভোট গ্রহণ চলছে।
এদিকে কাশিনাত হাইস্কুল অ্যান্ড কলেজে বিএনপির নির্বাচনী অফিস ভাঙচুরসহ সাদিক আহমেদ নামে এক কর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কারা জড়িত সে বিষয়ে কিছু জানা যায়নি।