‘পিরোজপুরে প্রকাশ্যে নৌকায় সিল’
ডেস্ক রিপোর্টঃ পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভার একটি কেন্দ্রে ভোটারদের প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল দিতে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে। ওই কেন্দ্রে বিএনপির মেয়র প্রার্থীর এজেন্টদের প্রবেশে বাধা দেয়া হয়েছে। শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী শফিকুল ইসলাম। তিনি বলেন, কেন্দ্রটিতে তাঁর নির্বাচনী এজেন্টদের প্রবেশ করতে দেওয়া হয়নি। একজন এজেন্টকে মারধর করা হয়েছে। কেন্দ্রে আসা ভোটারদের আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. গোলাম কবিরের পক্ষে প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট দিতে বাধ্য করার দৃশ্য দেখা গেছে। প্রিজাইডিং কর্মকর্তা রাশেদ আলম বলেন, অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে বুথের বাইরে প্রকাশ্যে ভোট দেওয়া বন্ধ করা হয়েছে।