পর্যাপ্ত বাহিনী মোতায়েন হয়েছে, আর প্রয়োজন নেই: সিইসি
ডেস্ক রিপোর্টঃ পৌরসভা নির্বাচনকে সফল করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদ বলেছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য রাজনৈতিক দলেরও দায়িত্ব রয়েছে।
তিনি বলেছেন, পৌরসভা নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত আইনশৃংখলা বাহিনী মোতায়েন করা হয়েছে, নতুন করে বাহিনী মোতায়েনের দরকার নেই। শঙ্কামুক্ত থেকে ভোটারদের প্রতি ভোটকেন্দ্রে যাওয়ারও আহ্বান জানান তিনি। সোমবার বিকেলে সাংবাদিকদের সাথে এক আলোচনায় এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।
তিনি জানান, নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই, উৎসবের আমেজ বিরাজ করছে, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, এবার প্রতিটি রাজনৈতিক দল তাদের রাজনৈতিক ব্যানারে নির্বাচনে অংশগ্রহণ করছে। ফলে নির্বাচনে রাজনৈতিক নেতাদের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। এতে কোথাও কোথাও কিছুটা উত্তেজনা দেখা দিয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে রাজনৈতিক দলসহ দেশবাসীর সহযোগিতা কামনা করেন কাজী রকিবউদ্দীন আহমেদ।