নাইজেরিয়ার গ্যাস প্ল্যান্ট বিস্ফোরণে নিহত শতাধিক (ভিডিও সহ)
ডেস্ক রিপোর্টঃ দক্ষিণ নাইজেরিয়ার একটি গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণে বহু সংখ্যক মানুষ হতাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা ১০০ জনের মতো। দক্ষিণ নাইজেরিয়ার আনাম্ব্রা প্রদেশের নিউয়ি শহরের প্ল্যান্টে একটি ট্রাক থেকে রান্নার গ্যাস সরবরাহ করার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
ভ্যানগার্ড নামের একটি পত্রিকা বলছে, যেসব মানুষ তাদের সিলিন্ডারে গ্যাস সংগ্রহ করতে এসেছিল তারা আগুন পুড়ে গেছে, কারখানার শ্রমিকসহ অনেক পথচারীও বিস্ফোরণে নিহত হয়েছে। একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পত্রিকাটি বলছে, সরবরাহের সময় গ্যাস ঠান্ডা করার যথাযথ ব্যবস্থা নেয়া হয়নি।
আবু বকর নামের স্থানীয় একজন সংবাদিক জানান, বিস্ফোরণের ঘটনাটি কেন ঘটেছে তা এখনও পরিস্কার নয়। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। দমকল বাহিনী এবং ওই এলাকার বাসিন্দাদের চেষ্টায় কয়েক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।