কুলাউড়ায় ৩ মেয়র, ৯ কাউন্সিলর পদপ্রার্থীকে জরিমানা
ডেস্ক রিপোর্টঃ মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তিন মেয়র ও ৯ কাউন্সিলর পদপ্রার্থীকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব জরিমানা করেন। এতে নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আলমগীর হোসেন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ রাত সাড়ে ৯টায় জানান, দেয়ালে পোস্টার লাগানোয় বিএনপির মেয়র পদপ্রার্থী ও বর্তমান মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদের এক কর্মীকে পাঁচ হাজার টাকা এবং গাড়িতে পোস্টার লাগানোর কারণে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী সফি আহমদ সলমানের এক সমর্থককে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর বাইরে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ মেয়র পদপ্রার্থী শফী আলম ইউনুছকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া আটজন সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী ও একজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এর মধ্যে গাড়ি শোভাযাত্রা করায় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মুরাদ আহমদকে, দেয়ালে পোস্টার লাগানোর কারণে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. হারুনুর রশীদ, রুমান আহমদ রুমেল, আবদুল মতলিব খোকন, শামীম আহমদ চৌধুরী, মো. মুস্তাক, আলমাছ পারভেজ তালুকদার ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইকবাল আহমদ শামীমকে এবং ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদপ্রার্থী বেবী বেগম চৌধুরীর কর্মীদের জরিমানা করা হয়।
অভিযানকালে আরো উপস্থিত ছিলেন রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজারের জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান প্রমুখ।