বিনম্র শ্রদ্ধায় বুদ্ধিজীবীদের স্মরণ
ডেস্ক রিপোর্টঃ আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। জাতীর এই শ্রেষ্ঠ সন্তানদের স্বরণে লাখো মানুষের ঢল নেমেছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
একাত্তরে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি বাহিনী তাদের দোসরদের সহায়তায় এ দেশের যে মেধাবী সন্তানদের হত্যা করেছিল, সেই শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করতেই জনসমূদ্রে পরিনত হয় স্মৃতিসৌধ। ফুল দিয়ে শ্রদ্ধার সঙ্গে জাতীর এই মহান সন্তানদের স্মরণ করেন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আজ সোমবার সকাল ৮টা ১ মিনিটে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রেসিডেন্ট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া শহীদে বেদীতে শ্রদ্ধা জানান। তাদের পর ১৪ দলীয় জোটের শীর্ষ নেতারা একে একে শ্রদ্ধা জানান। এরপর নামে লাখো মানুষের ঢল। শ্রদ্ধা জানাতে কালো পোশাক পরে আসেন অনেকেই। সবার হাতে হাতে ছিল ফুল। অনেকেই পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে রায়েরবাজারে শ্রদ্ধা জানাতে এসেছেন। স্মৃতিসৌধ মুখরিত হয়ে উঠেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পদচারণায়। রায়েরবাজার বধ্যভূমিতে বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের জনতা। শ্রদ্ধা জানান মন্ত্রী, শিক্ষাবিদ, বিশিষ্ট নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সকাল সাড়ে ৭টা থেকে এখানে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শুরু হয়। শ্রদ্ধা জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক। এছাড়া জাতীয় শিল্পকলা একাডেমি, লালমাটিয়া মহিলা মহাবিদ্যালয়, ঢাকা উদ্যান সরকারি মহাবিদ্যালয়ের প্রতিনিধি দল শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ কবরেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বাসদের নেতাকর্মীরাও শ্রদ্ধা জানিয়েছেন বধ্যভূমিতে।