সাহিত্য আসর পর্যায়ক্রমে সাহিত্য নার্সারী হয়ে উঠছে
কেমুসাস ৮৯১ তম সাহিত্য আসরে বক্তারা বলেন, ছড়া কবিতা গানে মুগ্ধ করা কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাপ্তাহিক সাহিত্য আসর সবার হৃদয়ে ছড়িয়ে যাবে। সাথে সাথে ঐতিহ্যবাহী এই সাহিত্য প্রতিষ্ঠান ধারাবাহিকভাবে নতুন নতুন সাহিত্য কর্মী সৃষ্টি করে সুনাম অক্ষুন্ন রাখবে-আশা রাখি। সাহিত্য আসর পর্যায়ক্রমে সাহিত্য নার্সারী হয়ে উঠছে। এখানে নিয়মিত ভাবে বনমালীরা সেচ্ছায় যে সেবা দান করে যাচ্ছেন তা অতুলনীয়। ১০ ডিসেম্বর ২০১৫ বৃহস্পতিবার কেমুসাস সাহিত্য আসর কক্ষে আল-ইসলাহ সম্পাদক আব্দুস সাদেক লিপনের সভাপতিত্ত্বে আলোচনায় অংশগ্রহণ করেন সহ সভাপতি আব্দুল বাসিত মোহাম্মদ, কেমুসাসের সাধারণ সম্পাদক আজিজুল হক মানিক, কবি সৈয়দ আলী আহমদ, কবি মুকুল চৌধুরী, গল্পকার সেলিম আউয়াল, কবি বাছিত ইবনে হাবীব, কবি মামুন সুলতান।
মাবুর মুহিব এর পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে লেখাপাঠে অংশ নেন- সৈয়দ মবনু, সাহেদ হোসেন, সিরাজুল হক, দেলোয়ার হোসেন দিলু, কবির আশরাফ, সিদ্দিক আহমদ, এখলাসুর রাহমান, কামরুল আলম, বেলাল আহমদ চৌধুরী, রাকি মোহাম্মদ, আলী হাফিজ, সালেহ রাশেদ, রকিব জিয়া, সৈয়দ আছলাম হোসেন, শাহ মিজান, রশিদুর রহমান চৌধুরী, সৈয়দ মুক্তদা হামিদ, আনোয়ার আলী, মনির হোসেন, মিছবাহ উদ্দীন, এম এ লাহিন, তাসলিমা খানাম বীথি, শাহাদত হোসেন টিপু, মেহেদী আহমদ, আমিনা শহীদ চৌধুরী মান্না, হেলাল উদ্দীন দাদন, নাঈমা চৌধুরী, বাহা উদ্দিন বাহার, মিনহাজ ফয়সল, আব্দুস শহীদ মাটি প্রমুখ । সাহিত্য আসর পরিচালনা করেন মামুন হোসেন বিলাল। সাহিত্য আসরের সেরা লেখকের পুরস্কার পান সৈয়দ মুক্তদা হামিদ। বিজ্ঞপ্তি।