নতুন গ্যাস সংযোগ বন্ধের সিদ্ধান্ত জনস্বার্থ বিরোধী : বিভিন্ন সংগঠনের তীব্র প্রতিবাদ
সিলেটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে সাম্প্রতিক সময়ে সরকারের নির্দেশে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ সিলেট অঞ্চলে নতুন করে গ্যাস সংযোগ বন্ধের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নতুন করে গ্যাস সংযোগ বন্ধের সিদ্ধান্ত গণবিরোধী। সাম্প্রতিক সময়ে গ্যাসের মূল্যবৃদ্ধির পর গ্যাস সংযোগ বন্ধের সিন্ধান্ত জনগণের দূর্ভোগকে আরো দীর্ঘায়িত করবে। নেতৃবৃন্দ বলেন, আগামী দিনের অশুভ ব্যবসায়ীক স্বার্থ চরিতার্থ করার লক্ষে নতুন গ্যাস সংযোগ বন্ধের এ সিদ্ধান্ত। নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে জনস্বার্থ’র প্রতি শ্রদ্ধাশীল হয়ে গ্যাস সংযোগ বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে পূর্বের ন্যায় সহজ শর্তে সাধারণ গ্রাহকদেরকে সরকার গ্যাস সংযোগ করবে।
বিবৃতিদাতারা হলেন, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মোঃ আরশ আলী, ন্যাপ জেলার সভাপতি সৈয়দ আব্দুল হান্নান, সিপিবির প্রাক্তন সভাপতি এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য্য, জাসদ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আহমদ, সাম্যবাদী দলের জেলার সাধারণ সম্পাদক ধীরেন সিংহ ও আফরোজ আলী, জাসদ জেলা সভাপতি আলহাজ্ব কলমদর আলী, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি আবুল হোসেন, সিপিবি জেলার ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল ইসলাম খোকা, গণতন্ত্রীর জেলার সাধারণ সম্পাদক আরিফ মিয়া, ন্যাপ মহানগর সভাপতি ইছহাক আলী, বাসদ (মাকর্সবাদী) জেলা আহ্বায়ক উজ্জল রায়, ন্যাপ জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক জামাল নাসের, ওয়াকার্স পার্টির জেলার সাধারণ সম্পাদক সিকান্দর আলী, বাসদ জেলার সমন্বয়ক আবু জাফর, সিপিবি জেলার সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, জাসদ জেলার সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট ইউ. শহীদুল ইসলাম শাহীন, সুজনের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিশফাক আহমদ মিশু, বিভাস শ্যাম যাদন, বাসদ (মার্কসবাদী) জেলা নেতা এডভোকেট হুমায়ুন রশীদ সুয়েব, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি পাপ্পু চন্দ প্রমুখ।