বালুচর ওঁরাও আদিবাসী ভূমি রক্ষা কমিটির স্মারকলিপি পেশ
বালুচর ওঁরাও আদিবাসী ভুমি রক্ষা কমিটির উদ্যোগে গতকাল রোববার সিলেটের জেলা প্রশাসক ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়। উভয় স্মারক লিপিতে উল্লেখ করা হয় যে, দীর্ঘ দিন যাবৎ সিলেট সদর উপজেলার ৫নং টুলটিকর ইউপির বর্তমান চেয়ারম্যান আব্দুল মছব্বির এর নেতৃত্বে একদল ভূমি খেকো চক্র বালুচর চন্দন টিলায় বসবাসরত ওঁরাও আদিবাসী জনগোষ্টির উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ভূমিগুলো জাল দলিলের মাধ্যমে দখল ও আত্মসাতের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিগত সময়ে স্থানীয় বামপ্রগতিশীল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও মিডিয়ার সম্মিলিত প্রচেষ্টায় তা প্রতিহত করা হলে, ভূমিখেকো চক্রটি এক পর্যায়ে নিস্ক্রিয় হয়ে পড়ে কিন্তু বিগত ২৫ নভেম্বর ২০১৫ সালের ভূমিখেকো দলের কিছু ভাড়াটিয়া সন্ত্রাসীর মাধ্যমে বাড়ী নির্মাণ করে পাহাড় কেটে ভূমি দখলের পূর্ণ চেষ্টা চালায়। তাতে ওঁরাও আদিবাসীরা বাঁধা প্রদান করিলে ভাড়াটে সন্ত্রাসী দল নিরিহ ওঁরাওদের উপর হামলা চালায়। এমতাবস্থায় ঐ ভূমির উপর মামলা চলাকালীন সময়ে ভূমিখেকো চক্র যাতে বাড়ী নির্মাণ বা কোনরূপ দখলবাজী করতে না পারে সে বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারকে ওঁরাও আদিবাসী ভূমি রক্ষা কমিটির নেতৃবৃন্দ বিশেষভাবে অনুরোধ জানান। সিলেট জেলা প্রশাসক জনাব জয়নাল আবেদীন এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব কামরুল হাসান স্মারক লিপি গ্রহণ করেন এবং সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। স্মারক লিপি প্রদান কালে উপস্থিত ছিলেন, বালুচর ওঁরাও আদিবাসী ভূমি রক্ষা কমিটির সভাপতি ও সুজন সিলেটের সভাপতি জনাব ফারুক মাহমুদ চৌধুরী, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিষ্টার মোঃ আরশ আলী, প্রবীণ বামরাজনীতিবিদ এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, সিলেট জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট ইমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সিলেট জেলা সভাপতি কমরেড আবুল হোসেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জেলার সাধারণ সম্পাদক কমরেড সিকান্দর আলী, বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর, বাসদ মার্কসবাদী সিলেটের সদস্য এডভোকেট হুমায়ূন রশিদ সুয়েব, মানবাধিকার কর্মী লক্ষ্মীকান্ত সিংহ, মানবাধিকার কর্মী এডভোকেট মোহিত লালধর, নারী নেতৃ ইন্দ্রানীসেন শস্পা, শ্রমিক নেতা কাজী আলফাজ হোসেন, শিফা ওঁরাও, অরুন মাল, মিলন ওঁরাও প্রমূখ।