মিশরে নাইটক্লাবে বোমা হামলায় নিহত ১৮
ডেস্ক রিপোর্টঃ মিশরের রাজধানী কায়রোর একটি নাইটক্লাবে মলোটব ককটেল হামলায় অন্তত ১৮ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন বলে শুক্রবার জানিয়েছে মিশরীয় নিরাপত্তা বাহিনী। একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, হামলাকারী ওই নাইটক্লাবেরই একজন সাবেক কর্মী। তাকে চাকুরিচ্যুত করা হয়েছিল। নাইটক্লাবটি কায়রোর প্রাণকেন্দ্রে আগৌজায় অবস্থিত।
বেজমন্টে বা ভূগর্ভস্থ তলায় নাইটক্লাবটি অবস্থিত বলে বের হওয়ার কোনো পথ ছিল না। ফলে আগুনে পুড়ে এবং শ্বাসকষ্টে লোকজন মারা যায়। মিশরে ২০১৩ সালে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে বহু ভয়াবহ হামলা চালিয়েছে সশস্ত্র ইসলামপন্থী সংগঠনগুলো। তবে সেসব হামলার লক্ষ্য ছিল নিরাপত্তা বাহিনী। সূত্র: আলজাজিরা