ওঁরাও আদিবাসীদের ভূমি আত্মসাতের প্রচেষ্ঠা কঠোরভাবে প্রতিহত করা হবে
ওঁরাও আদিবাসী ভূমি রক্ষা কমিটির মতবিনিময় সভায় বক্তারা
বালুচর ওঁরাও আদিবাসীদের ভূমি আত্মসাৎ প্রচেষ্ঠায় লিপ্ত ভূমি খেকোদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তাদের ঘৃণ্য প্রচেষ্ঠা কঠোরভাবে প্রতিহত করা হবে। সিলেট সদর উপজেলা ৪নং টুলটিকর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মছব্বির কর্তৃক বালুচর ওঁরাও আদিবাসীদের জোরপূর্বক ভূমি দখলের প্রচেষ্ঠা এখন বর্তমান রয়েছে। এই ভূমিখেকো চক্রকে রুখে দেওয়ার লক্ষ্যে গঠিত বালুচর ওঁরাও আদিবাসী ভূমি রক্ষা কমিটি কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
গতকাল বুধবার নজরুল একাডেমী মিলনায়তনে সংগঠনের সভাপতি ফারুক মোঃ চৌধুরী এবং সদস্য সচিব লক্ষ্মিকান্ত সিংহের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা আরো বলেন, স্থানীয় এই ভূমি খেকো চক্র দীর্ঘদিন ধরে ওঁরাও আদিবাসীদের উচ্ছেদের লক্ষে তাদের ভূমি আত্মসাতের প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে। মামলা চলাকালীন অবস্থায় এ ভূমিখেকো চক্র বিভিন্ন কৌশলে ভূমি দখলের জন্য ভাড়াটে লোকদের মাধ্যমে ওঁরাও আদিবাসীদেরকে হুমকি প্রদান ও হয়রানী করছে। ভুমিখেকো চক্র কর্তৃক ঘরবানিয়ে পূণরায় ভূমিদখলের প্রচেষ্ঠায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। সভায় আগামী ৫ই ডিসেম্বর ২০১৫ শনিবার বেলা ১১টায় বালুচর এলাকা পরিদর্শন করার সিদ্ধান্ত গৃহিত হয়। সভার শুরুতে বাসদ সিলেট জেলা সমন্বয়ক কমরেড আবু জাফরের মাতৃ বিয়োগে একমিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মোঃ আরশ আলী, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক লোকমান আহমদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা ও পার্টির সিলেট জেলার সাধারণ সম্পাদক কমরেড সিকান্দর আলী, সাম্যবাদী সিলেট জেলার সাধারণ সম্পাদক ধীরেন সিংহ, সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা সভাপতি কমরেড আবুল হোসেন, সাম্যবাদী দলের নেতা বজ্রগোপাল চৌধুরী, মানবাধিকার কর্মী এডভোকেট মুহিত লাল ধর, নারী নেত্রী ইন্দ্রানী সেন শম্পা, আদিবাসী নেতা গৌরাঙ্গ পাত্র, জাসদ নেতা আলা উদ্দিন আহম্মেদ মুক্তা, শ্রমিক নেতা কাজী আলফাজ হোসেন, ছাত্রনেতা নেতা স্বপন দাস, পরিবেশ কর্মী সাব্বির আহমদ, অরুন মাল, সারথী ওঁরাও, প্রদীপ ওঁরাও, শিপা ওঁরাও, মিলন ওঁরাও, রাজেন্দ্র ওঁরাও, বিদুর পাত্র প্রমুখ।