আওয়ামীলীগের একক প্রার্থী চুড়ান্ত
হবিগঞ্জে সেলিম-চুনারুঘাটে রুবেল-নবীগঞ্জে তোফাজ্জুল- মাধবপুরে হিরেন্দ্র ও ছালেক নৌকার মনোনয়ন পেলেন
এম এস জিলানী আখনজী, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে ॥
হবিগঞ্জের ৫টি পৌরসভার আওয়ামীলীগের একক প্রার্থী নির্ধারণ করতে গত রোববার রাতভর জরুরী মিটিং করেছে জেলা আওয়ামীলীগ। ৫টি পৌরসভার মেয়র প্রার্থীদের নামের তালিকা চুড়ান্ত করা হলেও তাদের নাম প্রকাশ করা হয়নি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে চুড়ান্ত প্রার্থীদের নামের তালিকা সোমবার সন্ধার দিকে দলীয় কার্যালয় থেকে প্রকাশ করা হয়। দলীয় প্রার্থীদের নির্ধারণ করতে রোববার সন্ধ্যা থেকে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে উপ-কমিটির এবং দলের সিনিয়র নেতাদের নিয়ে জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলা আওয়ামীলীগের সভাপতি এমপি আবু জাহির, সাধারণ সম্পাদক এমপি আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-৪ আসনের এমপি এডভোকেট মাহবুব আলীসহ নিজ নিজ পৌরসভার উপ-কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সন্ধ্যা থেকেই বিভিন্ন পৌরসভার মনোনয়ন প্রার্থীরা দলীয় সমর্থকদের সাথে নিয়ে কার্যালয়ে সামনে এসে ভীড় জমান। এক পর্যায়ে দলীয় কার্যালয়ে আশপাশের এলাকায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। দলীয় সূত্রে জানা যায়, সোমবার প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়। হবিগঞ্জ পৌরসভায় জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, শায়েস্তাগঞ্জ পৌরসভার পৌর আওয়ামীলীগের সভাপতি ছালেক মিয়া, নবীগঞ্জ পৌরসভায় বর্তমান মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, মাধবপুর পৌরসভায় বর্তমান মেয়র হিরেন্দ্র লাল সাহা, চুনারুঘাট পৌরসভায় আওয়ামীলীগের প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল। প্রার্থী নির্ধারনের পর থেকেই প্রত্যেকটি পৌর শহরের নিজ নিজ প্রার্থীদের নিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।