সচিবালয়ে যৌন হয়রানী প্রতিরোধে কমিটি পুনর্গঠন
ডেস্ক রির্পোট: সচিবালয়ে কর্মরত নারী কর্মকর্তা ও কর্মচারীদের যৌন হয়রানী প্রতিরোধে সাত সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার এই কমিটি গঠন করা হলেও বৃহস্পতিবার এটি প্রকাশ করা হয়েছে।মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোসাম্মত নাসিমা বেগমকে আহ্বায়ক এবং মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. খালেদ-উর-রহমানকে (আইন শাখা-১) সদস্য সচিব করে সাত সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।অন্য সদস্যরা হলেন- মন্ত্রিপরিষদ বিভাগের উপ সচিব মিজ ইয়াসমিন বেগম, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. সাখাওয়াত হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (মহিলা প্রতিনিধি) জেন্ডার ও যৌন হয়রানী সম্পর্কিত, মহিলা বিষয়ক অধিদপ্তর (নারী সদস্য) জেন্ডার ও যৌন হয়রানী সম্পর্কিত এবং মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা বেগম শাহেনা খানম।এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও পরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. খালেদ-উর-রহমান স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে।