নকআউট পর্বে লিভারপুল
স্পোর্টস ডেস্ক: ফ্রেঞ্চ ক্লাব বোর্ডেক্সকে ২-১ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ইউরোপা লিগের নকআউট পর্ব নিশ্চিত করেছে লিভারপুল। একই সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে আসে অল রেডসরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের সিওনের মুখোমুখি হবে ইংলিশ জায়ান্টরা। আগামী ১০ ডিসেম্বর (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত ১২টায় ম্যাচটি শুরু হবে।অ্যানফিল্ডে খেলার শুরু থেকে শেষ অবধি লিভারপুল-বোর্ডেক্স দু’দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। তবে প্রথমে লিড নেয় ভিজিটররা। ৩৩ মিনিটের মাথায় ফ্রি-কিক থেকে বোর্ডেক্সকে এগিয়ে দেন ফ্রেঞ্চ স্ট্রাইকার হেনরি সেইভেট।অবশ্য, সমতায় ফিরতে মাত্র পাঁচ সময় নেয় স্বাগতিকরা। ডি-বক্স সীমানায় ক্রিস্টিয়ান বেনতেকেকে বোর্ডেক্স ডিফেন্ডার লুডোভিক স্যান ট্যাকল করলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পক কিক থেকে বল জালে জড়ান ইংলিশ মিডফিল্ডার জেমস মিলনার।প্রথমার্ধের যোগ করা সময়ে স্ট্রাইকার বেনেতেকের গোলে ২-১ ব্যবধানের লিড নেয় লিভারপুল। বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া বোর্ডেক্স কয়েকটি সুযোগ তৈরি করেও স্বাগতিকদের ডিফেন্স দেয়াল ভাঙতে পারেনি। অন্যদিকে, অল রেডসরাও ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া করে। সে যাই হোক, ম্যাচ শেষে জয়ের উচ্ছ্বাস নিয়েই মাঠ ছাড়ে ইয়োর্গেন ক্লপের শিষ্যরা।