প্যারিসে সন্ত্রাসী হামলায় নিহত ১৪০
সুরমা টাইমস ডেস্কঃ ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৪০ জন নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আরো ১৫০ জনকে জিম্মি করে রাখা হয়েছে। শুক্রবার ওই সন্ত্রাসী হামলার কারণে পুরো ফ্রান্সজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়াও সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে। শহরের কয়েকটি এলাকা এবং স্টেডিয়ামে প্রায় একই সময় ওই হামলাগুলো চালানো হয় বলে জানিয়েছে এনডিটিভি। তবে একই সময়ে এ হামলায় ৪০ নিহত হওয়ার খবর জানিয়েছে বিবিসি। শেষ খবর পাওয়া পর্যন্ত বাতাক্লা আর্ট সেন্টারের সামনে এখনো গুলি চলছে বলে জানা গেছে। সেখানে প্রায় একশ’ জনকে জিম্মি করে রাখা হয়েছে। এনডিটিভি জানায়, জার্মানির বিপক্ষে ফ্রান্সের ফুটবল টিমের খেলা চলার সময় স্টেড দ্য ফ্রান্স নামের স্টেডিয়ামটিতে বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে। সে সময় ফরাসি প্রেসিডেন্ট ফাঁসোয়া ওঁলাদ স্টেডিয়ামে খেলা দেখছিলেন বলে জানা গেছে। শহরের একটি এশিয়ার রেস্তোরার সামনে অন্তত দশজনকে পড়ে থাকতে দেখেছেন বিবিসির একজন সংবাদদাতা। একজন বন্দুকধারীকে আধা স্বয়ংক্রিয় বন্দুক দিয়ে গুলি চালাতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছেন। পরে বন্দুকধারী সেখান থেকে পালিয়ে যায়।
শুক্রবার রাতের এ হামলাকে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওঁলাদ দেশটিতে ‘অভূতপূর্ব সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেছেন। হামলার পর তাৎক্ষণিক এক টুইটার বার্তায় তিনি বলেন, ‘এটি অভূতপূর্ব সন্ত্রাসী হামলা। এটি ভয়ানক। সন্ত্রাসের মুখোমুখী হয়ে ফ্রান্স জানে কীভাবে সন্ত্রাসের মোকাবিলা করতে হয়, কীভাবে তাদের বাহিনীকে কাজে লাগাতে হয় এবং সর্বোপরি জানে কীভাবে সন্ত্রাসীদের ওপর বিজয় ছিনিয়ে আনতে হয়।’
পরে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ওঁলাদ দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। এর অর্থ হলো দেশের সব সীমান্ত পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তিনি বলেন, ‘আমাদেরকে সহানুভূতি ও সংহতি দেখাতে হবে। পাশাপাশি আমাদেরকে শান্ত থেকে ঐক্য প্রদর্শন করতে হবে। ফ্রান্সকে অবশ্যই শক্তিশালী ও বলিষ্ঠ থাকতে হবে।’