ঝালকাঠিতে যুবলীগকর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা
ঝালকাঠি প্রতিনিধিঃঝালকাঠির নলছিটিতে যুবলীগ কর্মী রুহুল আমিন (৩২) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রবিবার সন্ধার পরে পৌর এলাকার মলি¬কপুরে এ ঘটনা ঘটে। প্রতক্ষ্যদর্শী সূত্রমতে, রবিবার রাত আনুমানিক ৯টার দিকে নলছিটি থেকে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা করেন সাংবাদিক কায়কোবাদ তুফান।পথিমধ্যে পৌর এলাকার মলি¬কপুরে গুরুতর আহত আবস্থায় নলছিটি যুবলীগকর্মী রুহুল (৩২) কে পড়ে থাকতে দেখে। এ অবস্থায় তুফান মটরসাইকেল থেকে নেমে কাছে গিয়ে ধারালো অস্ত্রের কোপে রুহুলের হাত,পা ও মাথা সহ শরিরের বিভিন্ন স্থানে গুরুতর জখম দেখতে পায়। এ অবস্থায় আসপাশের লোকজন ডেকে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। শেবাচিম হাসপাতালে নেয়ার পর রুহুলের অবস্থা আশংকাজনক হওয়ায় রাত ১১টার দিকে কর্তব্যরত ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। অপরদিকে নলছিটি’র একাধিক সুত্র জানায়, ২০০৯সালে আ’লীগ ক্ষমতায় আসার পর থেকে রুহুল যুবলীগের নাম ব্যাবহার সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। সাধারণ মানুষ তো দুরে থাক তার সন্ত্রাসী হামলার শিকার হতে হয়েছে সরকারি হাসপাতালের ডাক্তার, সরকারি কর্মচারিসহ দলীয় অনেক নেতাকে। চাদাবাজি, টাকার বিনিময় জমিদখল সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুেেদ্ধ। সে নলছিটি বন্দরের টিএন্ডটি রোডের আমির আলী তালুকদারের ছেলে। বর্তমানে রুহুল আমীন ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে। এব্যাপারে গতকাল সোমবার বিকেলে ১১জনকে আসামি করে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেছেন আহতের পিতা। তবে তদন্তের স্বার্থে মামলা সম্পর্কে কিছু বলতে নারাজ নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মাকছুদুর রহমান।