দিনশেষে ১৪২ রানে এগিয়ে ভারত
সুরমা টাইমস স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দৃঢ়তা দেখালেন চেতেশ্বর পুজারা। এতে মোহালি টেস্টের দ্বিতীয় দিন শেষে ম্যাচে ভাল অবস্থায় স্বাগতিক ভারত। শুক্রবার ১২৫/২ সংগ্রহ নিয়ে দিনের খেলা শেষ করে স্বাগতিকরা। তখন তারা ১৪২ রানে এগিয়ে। দিনশেষে ৬৩ রানে অপরাজিত থাকেন ভারতের ওয়ানডাউন ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা। ওপেনার মুরলি বিজয় করেন ৪৭ রান। স্পিন সহায়ক পিচে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে নিজেরা ঘায়েল হয় ভারত। ডিন এলগার ও ইমরান তাহিরের স্পিন বিষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা ২০১ রানে অলআউট হয়। জবাবে সফরকারী দক্ষিণ আফ্রিকাকেও স্পিন দিয়ে ঘায়েল করে স্বাগতিক ভারত। প্রথম ইনিংসে প্রোটিয়াদের মাত্র ১৮৪ রানে গুটিয়ে দেয় তারা। দক্ষিণ আফ্রিকার ১০ উইকেট ভাগাভাগি করেন ভারতের স্পিনাররা। রবীচন্দ্রন অশ্বিন ৫, রবীন্দ্র জাদেজা ৩ ও অমিত মিশ্র নেন ২ উইকেট। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন এবি ডি ভিলিয়ার্স। এর আগে হাশিম আমলা ৪৩ ও ডিন এলগার করেন ৩৭ রান। তৃতীয় উইকেটে এলগার ও আমলা গড়েন ইনিংিসের সর্বোচ্চ ৭৬ রানের জুটি। সফরকারীদের ৮ ব্যাটসম্যানের রান দুই অংকের কোঠা পার হয়নি। ভারত প্রথম ইনিংসে ১৭ রানে এগিয়ে।