দক্ষিণ সুরমার প্রবীণ সালিশ ব্যক্তিত্ব হাজী ওলি মিয়ার দাফন সম্পন্ন
সিলেটের দক্ষিণ সুরমার প্রবীণ সালিশ ব্যক্তিত্ব হাজী ওলিউর রহমান ওলি মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। রবিবার বাদ যোহর কদমতলী পঞ্চায়েতী জামে মসজিদে নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বকস্ লিপন, বরইকান্দি ইউপি চেয়ারম্যান হাবিব হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান রইছ আলী, সমাজসেবী ও কদমতলী পঞ্চায়েতী জামে মসজিদের মোতায়াল্লী সোলেমান বকস্, আওয়ামীলীগ নেতা হেলাল বকস্,সমাজসেবী জামাল মিয়া, আহমদ মিয়া, আব্দুল মন্নান, সেলিম আহমদ, করিম মেম্বার প্রমুখ। জানাযায় প্রায় ৪ হাজার মানুষের সমাগম ঘটে। পরে হাজী ওলি মিয়াকে তিনির পারিবারিক কবরস্থানে চিরশায়ীত করা হয়। প্রবীণ সালিশ ব্যক্তিত্ব হাজী ওলিউর রহমান ওলি মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, ঐতিহ্যবাহী কদমতলী স্বর্ণশিখা সমাজকল্যাণ সমিতির নেতৃবৃন্দ, কদমতলী কাচা বাজার মার্কেট ব্যবসায়ী সমিতি,কদমতলী বড়বাড়ি সমাজ কল্যাণ সংঘ, সোনারতরী ফুটবল কাব ও বৃহত্তর কদমতলী ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। উল্লেখ্য গত শুক্রবার সকাল সাড়ে ৯ টায় সিলেট নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রবীণ সালিশ ব্যক্তিত্ব হাজী ওলিউর রহমান ওলি মিয়া। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভোগছিলেন। ওলি মিয়া কদমতলী বড়বাড়ীর মরহুম আব্দুল গণির পুত্র।