গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে সড়ক দুর্ঘটনায় চালকসহ যাত্রী আহত

স্থানীয়সূত্রে জানা যায়, সুনামপুর গ্রামের মৃত নিমার আলীর ছেলে মোঃ শরফ মিয়া প্রতিদিনকারমত ঢাকাদক্ষিণবাজার থেকে যাত্রীভর্তি সিএনজি গাড়ী নিয়ে সুনামপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে রায়গড় পুরাণবাজার হাফিজিয়া দাখিল মাদ্রাসার পুরাণপুল থেকে প্রায় দু,শ গজ পূর্বদিকে সুনামপুর এলাকায় আসা মাত্র গাড়িটি ব্র্যাকফেল করে একটি গরুর সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনাটি ঘটামাত্র তাৎক্ষনিকভাবে আশপাশ থেকে আসা উপস্থিত লোকজনের সহায়তায় যাত্রীসহ আহত ড্রাইবার ও গরুটি উদ্ধার করা হয়।এতে সিএনজি ড্রাইভার সরফ মিয়া গুরুগত আহত হলে তাৎক্ষনিকভাবে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে প্রেরণ করা হয়।ঘটনাটি ঘটার আধাঘণ্টা পর দুর্ঘটনা কবলিত সিএনজি গাড়িটিও খাত থেকে রাস্তায় তুলা হয়।