এমপিওভুক্তির দাবিতে আগামীকাল জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে নিম্ন মাধ্যমিক-মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি ও মাদরাসার স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে ‘নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন’ আগামীকাল বুধবার সকাল ১০:০০ টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচী পালন করবে। আজ সারাদেশ থেকে আগত দুই সহস্রাধিক শিক্ষক-কর্মচারী কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে যোগদেন। এ নিয়ে দ্বিতীয় দিন শিক্ষক কর্মচারীরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেন। সমাবেশে শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষামন্ত্রীর ‘আন্দোলন করে কোন লাভ হবে না। অর্থ প্রাপ্তি সাপেক্ষে এমপিও দেয়া হবে।’ এহেন উক্তির তীব্র প্রতিবাদ জানান। অবিলম্বে এমপিওভুক্তির জন্য যথাযথ নীতিমালা গ্রহণের দাবি জানিয়ে মূমুর্ষুপ্রায় স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অস্তিত্ব রক্ষা এবং অধিকারবঞ্চিত শিক্ষক-কর্মচারীদের জীবন-জীবিকা নিশ্চিতকরণ ও বিশ লক্ষাধিক শিক্ষার্থীর মানসম্মত শিক্ষা প্রদানের জন্য শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। নেতৃবৃন্দ এমপিওভুক্তির ঘোষণা না আসা পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন। আজকের অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বুদ্ধিজীবি ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, সিপিবি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, প্রেসিডিয়াম সদস্য খান আহসান হাবিব লাবলু, বাসাদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি জোনার্দন দত্ত নান্টু প্রমুখসহ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ। কর্মসূচিতে উজ্জীবনী গান গেয়ে শোনান গণসংগীত শিল্পী মাহমুদুজ্জামান বাবু।