কমলগঞ্জে উপজেলা ভূমি জোনিং ম্যাপ যাচাইকরণ কর্মশালা
বিশ্বজিৎ রায়,কমলগঞ্জ থেকে : মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা ভূমি জোনিং ম্যাপ যাচাই করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভূমি জোনিং প্রকল্পের কনসালটেন্ট ড. এস, এম আতিকুল্লাহ্। এসময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার লিলি, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, আদমপুর ইউপি চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া, মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু, উপজেলা কৃষি অফিসার মো. শামসুদ্দিন, উপজেলা মৎস্য অফিসার শাহাদাৎ হোসেন, পৌর কাউন্সিলর মুজিবুর রহমান, রাজকান্দি রেঞ্জ অফিসার মো. মালেকুজ্জামান, লেখক-গবেষক আহমদ সিরাজ, প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবীর, প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাশ প্রমুখ।
কর্মশালায় অংশগ্রহণকারী অর্ধশতাধিক উপজেলার সরকারি-বেসরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সুশীল সমাজ, পেশাজীবী ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ভূমি জোনিং সম্পর্কে অবহিত করেন জাতীয় ভূমি জোনিং প্রকল্পের কনসালটেন্ট ড. এস, এম আতিকুল্লাহ্। কর্মশালায় কমলগঞ্জ উপজেলার ভূমি জোনিং সম্পর্কে অবহিতরণের পর ম্যাপের উপর উপস্থিত সকলের মতামত গ্রহণ করা হয়।