মধ্যম আয়ের দেশে পরিণত করতে সরকার কাজ করে যাচ্ছে : গোলাপগঞ্জে শিক্ষামন্ত্রী
মন্ত্রী শুক্রবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় দিনভর বিভিন্ন অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি ৯৫ লাখ টাকা ব্যায়ে প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্র ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, ঢাকা দক্ষিণ সার্বজনীয় পূজামন্ডপ পরিদর্শন এবং প্রতিবন্ধী লিটল স্টার স্কুলের শুভ উদ্বোধন ও প্রাক-প্রাথমিক শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।মন্ত্রী আরো বলেন, শিক্ষকরাই হচ্ছেন সবচেয়ে মর্যাদানবান ব্যক্তি। শিক্ষকদের উন্নয়নের জন্য বর্তমান সরকার সবধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
পৃথক অনুষ্ঠানে গোলাপগঞ্জ উপজেলা নির্মাহী কর্মকর্তা আশরাফুল আলম খান ও ঢাকা দক্ষিণ সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্ঞানেন্দ্র সেন সভাপতিত্ব করেন। অনুষ্ঠাগুলোতে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমির উদ্দিন সাদেক, গোলাগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, সহ-সভাপতি ডা. আব্দুর রহমান, আওয়ামী লীগ নেতা মোস্তাফা জব্বার, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বদরুল ইসলাম সুয়েব, কেন্দ্রীয় যুবলীগ নেতা এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম ফজলুল হক শিবলী, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল বসর চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সিহাব, রোটারীয়ান মঞ্জুর আহমদ, মহিলা নেত্রী নাজিরা বেগম শিলা, আওয়ামীলীগ-যুবলীগ ও ছাত্রলীগ নেতা এনামূল হক রুহেল, সেলিম আহমদ, জহির উদ্দিন, তাহের আহমদ, রুমেল সিরাজ, জাপরান জামিল, মনসুর আহমদ প্রমুখ।