নাটোরে আ.লীগের দুপক্ষে সংঘর্ষে নিহত ১
সুরমা টাইমস ডেস্কঃ নাটোরের সিংড়ায় পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে আব্দুস সাত্তার নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের তিরোইল গ্রামে এ সংঘর্ষ হয়। নিহত আব্দুস সাত্তার ওই গ্রামের আব্দুর করিমের ছেলে।
জানা গেছে, ডাহিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সিংড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতা মুহাম্মদ জিন্নার রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে। তারা দু’জনই সিংড়া উপজেলা পরিষদের আসন্ন উপ-নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান পদপার্থী শফিকুল ইসলাম শফির সমর্থক। সকালে তিরোইল গ্রামে শফিকুল ইসলাম শফির পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে আরিফ ও জিন্নার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে জিন্নার সমর্থক হান্নান মারা যান। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মণ্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।