বিশ্বনাথে বন্ধু প্রতিদিনের সভা
দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র পাঠক সংগঠন ‘বন্ধু প্রতিদিন’ সিলেটের বিশ্বনাথ উপজেলা শাখার এক সভা গতকাল বৃহষ্পতিবার দুপুরে স্থানীয় একটি মার্কেটের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। শাখার আহবায়ক এটিএম আব্বাসের সভাপতিত্বে ও সদস্য আলী আনহার শাহানের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিদিন’র বিশ্বনাথ প্রতিনিধি সাইফুল ইসলাম বেগ। বিশেষ অতিথির বক্তব্য দেন দৈনিক আমাদের সময় বিশ্বনাথ প্রতিনিধি ও প্রেসকাবের যুগ্ম সম্পাদক লোকমান হোসেন।
এসময় উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য আক্তার আহমদ শাহেদ, সংগঠক রেদুওয়ান করিম মাছুম, নাজিম মিয়া, দিপা তালুকদার ও রোজিনা শেখ প্রমুখ।