শেরপুর কুশিয়ারা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
ভাটি অঞ্চলের সর্বাধিক জনপ্রিয় প্রতিযোগীতা নৌকা বাইচ অনুষ্ঠিত হয় বৃস্পতিবার বিকেল ৪ টায় মৌলভীবাজার জেলার কুশিয়ার নদীতে। নৌকা বাইচ উদযাপন পরিষদ হামরকোনা (শেরপুর) এর আয়োজনে বিপুল উৎসাহ উদ্দিপনা নিয়ে সিলেট ও মৌলভীবাজার বিভিন্ন অঞ্চলের বিপুল সংখ্যাক দর্শনার্থীদের উপস্থিতিতে আর বিভিন্ন নৌকায় মাইক বাঝিয়ে বাউল সম্রাট আব্দুল করিমের গান ‘কোন মিস্ত্রী নাও বানাইলো কেমন দেখা যায় ঝিলমিল করে মইয়ূর পঙ্খি নায়’ আওয়াজে সুরের ঢেউ লেগেছিল হামর কোনা কুশিয়ার নদীর উভয় পারে। কর্তাল, মন্দিরা, ডাক-ঢোলের ছন্দে মেতেছিলেন কয়েক হাজার দর্শক। মোট ৭টি নৌকার দল অংশ গ্রহণে প্রথম পুরস্কার মোটর সাইকেল জিতে নেয় গপেন্ড বাবুর নৌকা (অন্তেরী গ্রাম), ২য় পুরস্কার ২১” কালার টেলিভিশন জিতে নেয় গেদু মিয়ার নৌকা (মেডলি মহল), ৩য় পুরস্কার ১৪” কালার টেলিভিশন জিতে নেয় এরশাদ মিয়ার নৌকা (উলুয়াইল)।
নৌকা বাইচ প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সভাপতি ও বাংলাদেশ রোইং ফেডারেশনের সভাপতি এড. মোল্লা মোহাম্মদ আবু কাওছার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক, বাংলাদেশ ফুডবল ফেডারেশন সিলেট জেলার সভাপতি ও সিলেট ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম, সিলেট চেম্বার অব কমার্স পরিচালক হিজকিল গুলজার, মোহাম্যাডান স্পোর্টিং কাবের অফিস সেক্রেটারী সিদ্দিকী আফজাল জালাল, উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সদস্য জামিল আহমদ, মৌলভীবাজার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নজমুল হক, সাধারণ সম্পাদক মুজ্জামেল হক রাব্বি, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান, মহানগর সহ সভাপতি মুহিবুস সালাম রিজভি, জেলা সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েস, মহানগর সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিঠু প্রমুখ।