আ.লীগ নেতা পলাশের স্ত্রী ও ছেলের জানাযা সম্পন্ন
সুরমা টাইমস ডেস্কঃ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সিলেট জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মস্তাক আহমদ পলাশের স্ত্রী ও ছেলের জানাযা সম্পন্ন হয়েছে। শনিবার বাদ মাগরিব কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নের জুলাই হাইস্কুল মাঠে অনুষ্ঠিত জানাযার নামাজে অংশ নেন হাজার হাজার মানুষ।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মস্তাক আহমদ পলাশের ৮ মাসের অন্তঃসত্তা স্ত্রী মুর্শেদা বেগম (৪০) ও ছেলে মেহেদী (৪) মারা যান।
জানাযায় অংশ নেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মাহমুদ জাকারিয়া, উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী, সিলেট মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, কানাইঘাট উপজেলা আ.লীগের যুুগ্ম আহবায়ক মাসুদ আহমদ, রফিক আহমদ, জকিগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোস্তাকিম হায়দার, আ.লীগ নেতা মখদ্দুছ আলী, আব্দুল নুর, যুবলীগ নেতা আশিকুর রহমান বুলবুল, ফারুক আহমদ প্রমুখ।
উল্লেখ্য যে- এ দুর্ঘটনায় ৬ জন যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে একজন সেনা সদস্যও রয়েছেন। এছাড়াও আওয়ামী লীগ নেতা মস্তাক আহমদ পলাশ, তার ছেলে মোনায়েম ও কন্যা মীমসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন যাত্রী।