নবীগঞ্জের রসুলগঞ্জ বাজারে এক রাতে ৩ দোকান ও বাসায় প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল চুরি
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ নবীগঞ্জ সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে ৩টি দোকান ঘওে চুর সংঘটিত হয়েছে। চোরেরা এ সময় দোকান ঘরের পেছনের দরজা ভেঙ্গেঁ মের্সাস রুদ্র ট্রেডার্স ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে নগদ টাকাসহ প্রায় ৬০ হাজার টাকা’র মালামাল চুরি করে নিয়ে যায়। এ ছাড়া চোরেরা পাশের সুমিত্রা জুয়েলারী দোকানের পেছনের দরজা ভেঙ্গে ভেতওে প্রবেশ করে সিন্ধুকের তালা ভেঙ্গে নগদ টাকা ও ১.৫ (দের ভরি স্বর্ণালংকার ২৫ ভরি রুপাসহ প্রায় লক্ষাধিক মালামাল পার্শ্ববর্তী নুর হোসেন এর বাসভবন থেকে ২টি দামি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় চোরেরা। একই রাতে ৩ টি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে। বাজারে পাহারাদার থাকা সত্ত্বেও একই রাতে ৩ টি দোকানে চুরির ঘটনায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ ব্যপারে রুদ্র ট্রেডার্স এর সত্ত্বাধিকারী রজত দত্ত ও সুমিনা জুয়েলারীর স্বত্ত্বাধিকারী বিজয় চন্দ্র পাল নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।