মাধবপুরে গৃহবধুর লাশ উদ্ধার : আত্মহত্যার প্ররোচনার অভিযোগে পিতার মামলা
হামিদুর রহমান, মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রাম থেকে হাফিজা খাতুন (২০) নামে এক অন্তসত্ত্বা গৃহ বধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে মাধবপুর থানার এস.আই মহরম আলী এ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি ওই গ্রামের কুদ্দুছ মিয়ার স্ত্রী এবং মাধবপুর পৌরসভার গুমুটিয়া গ্রামের এরশার আলীর মেয়ে। এ ব্যাপারে নিহতের পিতা এরশাদ আলী বাদী হয়ে মাধবপুর থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে হাফিজার স্বামী কুদ্দুছ মিয়া (২৭) ও তার শ্বাশুড়ী আছিয়া খাতুনকে আসামী করে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। এরশাদ আলী থানায় লিখিত অভিযোগ করেন, যৌতুকের টাকা দেওয়ার জন্য তার মেয়ে হাফিজা খাতুনকে বিয়ে পর থেকেই কুদ্দুছ মিয়া শাররিক মানসিক নির্যাতন করতঃ। বলত ‘টাকা দে, নইলে ফাঁস লাগাইয়া মর, আমি আরেকটি বিয়ে করব’ এছাড়া প্রায়ই মারপিট করত। এ যন্ত্রনা, অপমান সইতে না পেরে রাগে ক্ষোভে তার মেয়ে হাফিজা খাতুন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সুরতহাল প্রস্তুতকারী মাধবপুর থানার এস.আই মহরম আলী জানান হাফিজাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তার গলায় দাগ রয়েছে। মৃত্যুর লক্ষন দেখে মনে হচ্ছে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ঘটনার পর থেকে স্বামী কুদ্দুছ মিয়া পালিয়ে গেছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মনির হোসে জানান, আত্মহত্যার প্ররোচনা দেওয়ায় হাফিজার পিতা এরশাদ আলীর অভিযোগের প্রেক্ষিতে মাধবপুর থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। মামলার আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।