তাহিরপুরে ‘হাওর উৎসব’ উদ্যাপনে প্রস্তুতিমূলক পরামর্শ সভা
কামাল হোসেন,তাহিরপুর: তাহিরপুরে ‘হাওর উৎসব’ উদ্যাপনে প্রস্তুতিমূলক পরামর্শ সভা অনুষ্টিত হয়েছে।গতকাল শনিবার ‘হাওর উন্নয়ন সংস্থা’ সিলেট এর উদ্যোগে উপজেলা পাবলিক লাইব্রেরী হল রোমে প্রবীন আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আব্দুছ ছোবাহান আখঞ্জি’র সভাপতিত্বে পরামর্শ সভায় বক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল,হাজী আব্দুল জলিল তালুকদার, ‘পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা’ সিলেট এর সভাপতি কাস্মীর রেজা,সাধারন সম্পাদক পিযুষ পুরকায়স্থ,হাওরপাড়ের ধামাইল সংগঠনের সভাপতি স্বজল কান্তি বর্মন,গোলাম আজাদ,প্রেসকাব সভাপতি আমিনুল ইসলাম,সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ, হাফিজ উদ্দিন,মেহেদী হাসান উজ্জল,তুজাম্মিল হোসেন নাসরুম,আতিকুর রহমান,আবুল বাশার,সাজ্জাদ হোসেন,শাজাহান কবীর,মিঝানুর রহমান প্রমূখ। ‘পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা’ সিলেট এর সভাপতি ও হাওর উৎসব উদযাপন কমিটির আহবায়ক কাস্মীর রেজা জানান, হাওর উৎসবে হাওর পাড়ের সংস্কৃতি,কৃষ্টি,ঐতিহ্য,জাড়ী গান,ধামাইল গান,সিলেট অঞ্চলের বরেন্য শিল্পী বাউল আব্দুল করিম,রাধারমন,হাসন রাজা,দূরবিন শাহ এর গান পরিবেশন করা হবে।এ ছাড়াও হাওরাঞ্চলের জেলা কিশোরগঞ্জ ও নেত্রকোনার বিশিষ্ট শিল্পীদের গান পরিবেশন করা হবে।