চুনারুঘাটে চা-শ্রমিকদের কঠোর কর্মসূচি
এম এস জিলানী আখনজীঃ দেশের সকল চা-শ্রমিকদের সাথে চুনারুঘাট উপজেলার আমু-নালুয়ার শ্রমিকরাও বেতন বৃদ্ধি, ছুটির দিনের বেতন সহ ২২ দফা দাবী পূরণের লক্ষ্যে ২ঘন্টার কর্ম বিরতী করেছে। এ সময় আমু চা বাগানের ১২৬৫ শ্রমিক রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরুধ ও পথসভা করেন। এতে বক্তব্য রাখেন, চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক যুবরাজ ঝরা, লস্করপুর ভ্যালি সহ-সভাপতি বিজলা খানু, আমু চা-বাগানের পঞ্চায়েত সভাপতি হলেন কর্মকার, সেক্রেটারী স্বাধন রুদ্রপাল, সাবেক সভাপতি অনিরুদ্ধ বারাইক, শ্রমিক নেতা সুভাশ তন্তবায়, সুরেন্দ্র সরকার, অমর মহালী, নেপালী রানী কইরি, সুনীল বারাইক, স্বপন বারাইক, বিপন নায়েক, নকুল রবিদাশ প্রমূখ। সভায় বক্তারা বর্তমান বেতন (প্রতিদিনের) ৬৯ টাকা থেকে ১২০ টাকা করণ ও সাপ্তাহিক ছুটির দিনের হাজিরা সহ ২২ দফা দাবী উথ্থাপন করেন এবং তাদের দাবী মেনে না নিলে চলতি মাসের ২০ তারিখের পর থেকে অনির্দিষ্ট কালের জন্য কর্ম বিরতি ও আন্দোলনের ঘোষনা দেন। বাগানের কর্মকর্তাদের দ্বারা শ্রমিক নির্যাতন বন্ধের দাবীও জানান। পরে তারা বর্ণাট্য র্যালী বের করেন।