ওসি আব্দুল আই ও এস আই হাবিবের প্রত্যাহারের দাবিতে শহীদ মিনারে মানববন্ধন
বিপ্লব রায়ঃ সিলেট জেলার গোয়াইনঘাট থানার দুর্নীতির বরপুত্র ও দুর্নীতিবাজ ওসি আব্দুল হাই ও এস হাই হাবিবুর রহমানকে প্রত্যাহারের দাবিতে আমরা গোয়াইঘাট বাসীর উদ্দ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে এক বিশাল মানববন্ধন অনুষ্টিত হয় । বিভিন্ন সামাজিক সংগঠন নিজ নিজ ব্যানারে মানববন্ধনে অংশ গ্রহন করে। গতকাল দুপুর ১২ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধনে বিপুল সংখ্য নির্যাতিত মানুষ অংশ গ্রহনে করেন। আমজনতা বাংলাশের আহব্বায়ক মোঃ কামরুল হাসান জুলাসের সভাপতিত্বে এম এইচ কে শাহীন আহম্মদেও পরিচালনায় বক্তারা বলেন, ওসি আব্দুল হাই গোয়াইনঘাট বাসীকে অন্যায়ভাবে মিথ্যা মামলা হামলায় হয়রানী করছে। যার কারনে গোয়াইঘাটের নিরীহ মানুষ আজ এই দুর্নীতিবাজ ওসির মিথ্যার কবল থেকে বাঁচতে পারেনি সাধারন জনগন। ওসি আব্দুল হাই এর আতংকে দিশেহারা গোয়াইনঘাট উপজেলার ৯ ইউনিয়নে একটি সিন্ডিকেট গঠন করে পুরো উপজেলার একটি নেটওয়ার্ক গঠন করে প্রতিদিন কয়েক লক্ষ টাকা চাঁদা আদায় করে। সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য টাকা ছাড়া ওসি আব্দূল হাই কোনো কিছু বুঝেনা। ওসি আব্দুল হাই এর নির্যাতনের শিকার শত শত পরিবার বিটে মাটি হারা। যে কোনো লোক একটি মিথ্যা অভিযোগ নিয়ে থানায় যাওয়ার মাত্র সত্য মিথ্যা যাচাই না কওে লোকজনকে ধওে এনে লকআপ বন্ধি করেন। টাকা পেলে ছেড়ে দেন। বদলী হওয়ার পর ও গোয়াইঘাটের টাকার মায়ায় অদৃশ্য শক্তির কারনে আবার ও ফিরে আসেন। স্বাধীন দেশে গোয়াইঘাট বাসী যেন নতুন দখল বাজের কপ্পওে পড়েছেন। বর্তমান সরকারের গোয়াইঘাটের উন্নয়নমুলক কর্মকান্ড ওসি আব্দুল হাই এর কারনে হারিয়ে যাচ্ছে।এই অবিলম্বে আব্দুল হাইকে প্রত্যাহার করে গোয়াইনঘাট বাসীকে মুক্ত করার আহব্বান জানান বক্তারা। বক্তারা আরও বলেন এক শ্রেনীর সাংবাদিক নামদারী দালালরা আব্দুল হাইয়ের টাকা খেয়ে সংবাদ পত্রে তার গুনগান গেয়ে প্রতিবেদন প্রকাশ করে। এ সমস্ত অপকর্ম থেকে বিরত থাকার জন্য আহব্বান জানান অন্যথায় আমরা গোয়াইঘাট বাসী তাদের মুখোশ উন্মোচন করব। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, জাগো সিলেট আন্দোলনের সভাপতি আলাউদ্দিন আলো সংগঠনিক সম্পাদক রৈাকমান হোসেন, সোনার বাংলা সমাজ কল্যান সংস্থার সভানেত্রী রাহেলা আক্তার রানী, বাংলাদেশ ছাত্র সমিতি সিলেট শাখার সাধারন সম্পাদক চপল কান্তি সরকার, এম সি কলেজের ছাত্র নেতা জোনায়েদ হোসেন, দক্ষিন সুরমা ডিগ্রি কলেজের ছাত্র নেতা ঝুমন দাশ, সুমন বৈদ্য রাশেদ খান, রাহুল সরকার, জয়ন্ত সরকার, আলী আহম্মদ, উৎপল রায়, প্রমুখ।