বঙ্গবন্ধু ও শামসুর রহমানের মৃত্যুদিবস স¥রণে মুক্তাক্ষরের আবৃত্তি পরিবেশন
মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান পুরুষ কবি শামসুর রাহমানের নবম মৃত্যু দিবস উপলক্ষে গতকাল সোমবার বিকাল ৪ টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমীর মহড়া কক্ষে আলোচনা ও আবৃত্তির আসর অনুষ্ঠিত হয়। মুক্তাক্ষরের পরিচালক বিমল করের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কন্ঠ শিল্পী লাভলী শ্যাম ইতি ও মুক্তাক্ষরের উপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকরা। বঙ্গবন্ধু ও কবি শামসুর রাহমানের আত্মার শান্তির জন্য ১মিনিট নিরবতা পালনের পর বঙ্গবন্ধুকে নিয়ে কবি শামসুর রাহমানের কবিতা “অমর নাম এবং দামল ছেলে” দলিওভাবে আবৃত্তি করে পূজা, ফাহরিন, রবিন, নির্জন , টিপু, রাফি ও হিমাদ্রী। উল্লেখ্য যে জাতীয় শোকের মাসে বিকেল ৫ ঘটিকায় মুক্তাক্ষরের পরিচালক বিমল করের মাধ্যমে গত ১৭ আগষ্ট রায়নগর শিশু পরিবার(বালিকা) এর তত্বাবধায়ক সূচিত্রা রায়ের হাতে সৈয়দ নাসির উদ্দীন আহমদ শাহাদাত পেরিত নগদ ১০ হাজার টাকা তুলে দেন। বিজ্ঞপ্তি