রামুতে অ্যাম্বুলেন্সে ৫০ হাজার পিস ইয়াবাসহ ২আটক
খালেদ হোসেন টাপু,রামু: কক্সবাজারের রামুর মরিচ্যা চেকপোষ্টে তল্লাশি চালিয়ে একটি অ্যাম্বুলেন্স থেকে দেড় কোটি টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবাসহ পাচারকারি শফিউল আলম (৩২) ও তার সহযোগী নার্স শিখা রানী (৪০) আটক করা হয়েছে। রোববার (১৭ আগস্ট) দিনগত রাত সাড়ে ৩টায় ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- শফিউল আলম রামু ধেচুয়াপালং এলাকার মোঃ নজু মিয়ার ছেলে ও শিখা রানী ঢাকা সাভারের গোপীনাথপুর এলাকার পরিমল রায়ের মেয়ে ।
বিজিবি ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ রবিউল ইসলাম জানান, চেকপোষ্ট অতিক্রমকালে কক্সবাজারগামী এ্যাম্বুলেন্স (চট্টমেট্টো-ছ-৭১-০২৬২) তল্লাশী করে বিজিবি। এ সময় দেড়কোটি টাকা মুল্যের ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাছাড়া ইয়াবা বহনকারী এ্যাম্বুলেন্সটিসহ এর সাথে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে।
তিনি বলেন, এ্যাম্বুলেন্সের চালক-হেলপার পলাতক রয়েছে। তাদের তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।