পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশী বেশী গাছ লাগাতে হবে
টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বৃক্ষ রোপন কর্মসুচীতে নুরে আলম মিনা
সিলেট জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা পিপিএম বলেছেন, বৃক্ষ রোপন একটি সামাজিক আন্দোলন। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশী বেশী গাছ লাগাতে হবে। তিনি আরো বলেন, কাঠ জাতীয় শিল্পের বিস্তারে বৃক্ষ রোপনের বিকল্প নেই। তিনি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এ রকম বৃক্ষ রোপন কর্মসুচীর প্রশংসা করে বলেন, শিক্ষা প্রতিষ্টানে বৃক্ষ রোপন একটি মহৎ উদ্যোগ। সব শিক্ষা প্রতিষ্টানে এ রকম উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তিনি গতকাল মঙ্গলবার সিলেট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখছিলেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মো: আজহারুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, প্রকৌশলী সিদ্দিক আহমদ, প্রকৌশলী ফরহাদ হোসেন চৌধুরী, প্রকৌশলী মো: মোস্তফা কামাল, প্রকৌশলী সজল কুমার পাল, প্রকৌশলী হাবিবুর রহমান, প্রকৌশলী মাহবুব হাসান, প্রকৌশলী উজ্জল কুমার দে, প্রকৌশলী শফিকুল ইসলাম, প্রকৌশলী আব্দুর রব প্রমুখ। পরে প্রধান অথিতি একটি ফলজ বৃক্ষ রোপন করে কর্মসুচীর উদ্বোধন করেন । বিজ্ঞপ্তি