বালাগঞ্জে “দ্বীপ্ত আলো” প্রকাশনা অনুষ্টান সম্পন্ন
বালাগঞ্জ প্রতিনিধিঃ বালাগঞ্জ উপজেলার মাদার বাজার এফ, ইউ হাফিজিয়া আালিয়া মাদরাসার জামাত বিভাগের প্রতিষ্ঠাতা, প্রয়াত শিক্ষক প্রখ্যাত আলিমে দ্বীন মাওলানা কুতুব উদ্দিন (রহঃ) তথা চান্দরগাইয়া হুজুরের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিমূলক স্মারকগ্রন্থ “দ্বীপ্ত আলো” প্রকাশনা অনুষ্টান সম্পন্ন হয়েছে। গত ১৪ জুলাই মঙ্গলবার স্থানীয় মাদার বাজার শাহী ঈদগাহে এ প্রকাশনা অনুষ্টান অনুষ্টিত হয়। মাওলানা কুতুব উদ্দিন (রহঃ) স্মতি সংসদের উদ্যোগে আয়োজি প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসা গভর্নিংবডির সভাপতি মো. তাহির আলী মাষ্টার।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদার বাজার আলিয়া মাদরাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা মো. আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদার বাজার আলিয়া মাদরাসার বর্তমান প্রিন্সিপাল ড. মাওলানা মুফতি সৈয়দ শহীদ আহমদ বোগদাদি।
অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন স্মতি সংসদের সভাপতি মাওলানা আব্দুল মছব্বির রাঙ্গাপুরী, মাওলানা কাজী মনজুর আহমদ মিরপুরী, মাষ্টার ইব্রাহিম আলী, ছড়াকার বুরহান উদ্দিন, সাংবাদিক নুরুল ইসলাম রাফি, স্মতি সংসদের যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর আহমদ প্রমুখ।