শ্রীহেমচন্দ্র ভট্টাচ্যার্যের মৃত্যুতে সিলেট মহানগর ঋষিলীগের শোক
সিলেট শিশু শিল্ডকলা একাডেমি ও নাট্য পরিষদের সাবেক সভাপতি নাট্য ব্যক্তিত্ব শ্রীহেমচন্দ্র ভট্টাচ্যার্যের মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। তাঁর মৃত্যুতে সিলেটের নাট্য অঙ্গনের বড়ধরনের ক্ষতিসাধন হয়েছে। সেই ক্ষতি পূরন হবার নয়। তাঁর বিদেহী আত্মার শোকশান্তি কামনা করছি। এবং শোকাহত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। শোক জ্ঞাপন কারিগণ হলেন, সংগঠনের সভাপতি স্বপন কুমার ঋষিদাস, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক প্রকাশ ঋষিদাস, উপদেষ্টা মন্ডলির সদস্য হরিপদ ঋষি, মতিলাল বাল্মীকি, মহিলা সম্পাদিকা স্বল্পনা রানী ঋষিদাস, সহ-মহিলা সম্পাদিকা মিনা রানী ঋষি, প্রচার সম্পাদক রামপ্রসাদ ঋষি, সদস্য জুয়েল রানা ঋষি, রাজু লাল ডোমার, সেলিম লাল বাঁশফর, সুজন লাল, বাবুল ঋষি, আবু রাম রবি দাস, নানকা রবি দাস প্রমূখ। বিজ্ঞপ্তি