ভাত কিংবা মাছ নয়, প্রধান খ্যাদ্য গুড়া মরিছ
অবাক হওয়ার মত ছবিটিতে মুখে পাতা লাগানো ব্যাক্তির নাম আতা মামা। যদিও এটা তার সঠিক নাম নয়। দীর্ঘ পচিশ বছর যাবত সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পূর্ববাজার এলাকার লোকজনের দেয়া নাম।
কেউ জানেনা আতা মামার বাড়ী ঘর বা ঠিকানা কোথায়। তিনি নিজেও বলতে পারেন না। দীর্ঘ ২৫ বছর যাবত এই এলাকায় ভাসমান জীবন যাপন করছেন। সাধারন মানষের মত ভাত কিংবা মাছ তার প্রধান খাদ্য নয়। কলার আনাজ, থুর, গুড়া মরিছ, কাছা মরিছ, লবন খেয়ে তিনি জীবিন যাপন করে আসছেন। ছবিটি গতকাল ফেঞ্চুগঞ্জ এলাকা থেকে ক্যামেরাবন্দী করেছেন আলোকচিত্রী জাকির হোসেন দিপু।