নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধিতে গণদাবী পরিষদের গভীর উদ্বেগ
গতকাল ২৫ মে সোমবার গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাপ্তাহিক সভা ৯ নং সুরমা মার্কেট ৩য় তলা কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আব্দুল খালিক এর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ বদরুল ইসলাম জাহাঙ্গীর-এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা পবিত্র রমজান মাসের পূর্বেই নিত্য প্রয়োজনীয় পিয়াজ, ডাল, চাল, তৈল সহ বিভিন্ন জিনিষপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে বাজার নিয়ন্ত্রণ করে ক্রয় ক্ষমতার ভিতরে নিয়ে আসার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। সভায় গোলাপগঞ্জের কৈলাশ টিলা গ্যাস ভিত্তিক বিদ্যুৎ প্লান্ট তৈরীর জন্য জোর দাবী জানান। সভায় সিলেট মহানগরে টেম্পু, অটোরিকশা, সি.এন.জি এর ভাড়া নির্ধারণ করে বিভিন্ন স্থানে টাঙ্গানোর জন্য জোর দাবী জানান।
সভায় বক্তব্য রাখেন এডভোকেট মাওলানা আব্দুর রকিব, এডভোকেট আব্দুল অদুদ, ডা: হাবিবুর রহমান, সাংবাদিক আব্দুল হান্নান, সাংবাদিক মুহিবুর রহমান, ক্ষমা রাণী দে, সালাহ উদ্দিন রিপন, এডভোকেট ছায়াদুর রহমান ছায়াদ, মুহিবুর রহমান ফটিক, সৈয়দ নজরুল ইসলাম চুনু, দেওয়ান মতিউর রহমান খান, সাংবাদিক আহসান হাবিব, ফাতেমা বেগম, নুরুন নাহার, ডা: তখলিছ আলী, হোসেন আহমদ, পারভেজ হাসান সাগর, কামাল আহমদ, ইর্শাদ আলী, রায়হান হোসেন শিমূল প্রমুখ। বিজ্ঞপ্তি