নবীগঞ্জ বাজার গোবিন্দ জিউড় আখড়ার বার্ষিক সাদারন সভা অনুষ্টিত
বিশিষ্ট ব্যবসায়ী অজিত রায়ের অনুদানে দূর্গা মন্দির নির্মানের সিদান্ত গৃহীত
নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ বাজার কেন্দ্রীয় গোবিন্দ জিউর আখড়া পরিচালনা কমিটির সাধারন সভা গত সোমবার রাতে আখড়ার নাটমন্ডপে অনুষ্টিত হয়। পরিচালনা কমিটির সভাপতি সুবিনয় করের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক নারায়ন রায়ের পরিচালনায় এতে বক্তব্য রাখেন,উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মিহির কুমার রায়,উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি নিখিল আচার্য্য, সাধারন সম্পাদক সুখেন্দু রায় বাবুল,বিশিষ্ট ব্যবসায়ী কেতকী রঞ্জন পাল,ডাঃ ননী গোপাল নাথ,অশোক তরু দাস,উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি এডভোকেট রাজিব কুমার দে তাপস,সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল,সাংগঠনিক সম্পাদক প্রভাষক জন্টু চন্দ্র রায়,অর্থ সম্পাদক হিমাংশু শেখর রায়, প্রভাষক অসীম কুমার রায়,মৃদুল কান্তি রায়,রঙ্গ লাল রায়, হিমাংশু দেব,মন্টু লাল আচার্য্য,অমিয় রায়,প্রজেশ রায়,উত্তম কুমার রায়,বিধান ধর,প্রদীপ রায়,নৃপেন্দ্র পাল,মিলন হালদার,অজিত কুমার দাশ,বিকাশ চন্দ্র রায়,অমলেন্দু সুত্রধর,পবিত্র বনিক,নৃপেন্দ্র রায়,দিলীপ বনিক,গৌতম কুমার রায়,রশময় শীল,সাধন চন্দ্র দাশ,শিক্ষক কৃপাসিন্ধু নাথ,শংকর চন্দ্র দেব,কৃপাসিন্ধু সুত্রধর,প্রণব চন্দ্র দেব,নিতেশ রায়,গৌরাঙ্গ দাশ,দীপক পাল,শিক্ষক লিটন দেবনাথ,নিকুঞ্জ পাল নিখিল,উৎপল দাশ,ণীলকণ্ঠ দাশ সামন্ত নন্টী,মাধাব দেব.পার্থ পাল,শ্যমল দত্ত,শংকর পাল,ধীরেন্দ্র মালাকার,মনিশংকর সরকার,রঞ্জিত চক্রবর্তী নান্টু,মণীন্দ্র মালাকার,রমাপদ রায়,চারু দেব প্রমূখ। সভায় নবীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী অজিত কুমার রায় গোবিন্দ জিউড় আখড়ার দূর্গা মন্দির নির্মানের আগ্রহ প্রকাশ করলে তা সর্ব সম্মতিক্রমে গৃহীত হয় এবং মন্দির নির্মান পর্যবেক্ষনের জন্য ১০ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। শেষে আখড়ার বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়।