অনন্ত বিজয় হত্যার নিন্দা জানাল জাতিসংঘ
সুরমা টাইমস ডেস্কঃ সিলেট গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক, মুক্তমনা লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। বুধবার (১৩ মে) সংস্থাটির ঢাকায় নিযুক্ত আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিন্স এক বিবৃতিতে এ নিন্দা জানান।
জাতিসংঘের তরফ থেকে বিবৃতিতে অনন্ত হত্যকাণ্ডের পূর্ণ তদন্ত দাবি করে অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়। একইসঙ্গে আগেকার হত্যাকাণ্ডগুলোর তদন্তও দ্রুত শেষ করে ওইসব ঘটনায় জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনার কথা পুনর্ব্যক্ত করে সংস্থাটি।
জাতিসংঘের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, এ ধরনের আক্রমণ বাংলাদেশের সমাজে অসহনশীলতার ধারাবাহিকতারই অংশ। এসব বন্ধে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া দরকার। বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা নির্বিঘ্নে পালন করার পরিবেশ তৈরিরও আহবান জানানো হয়।