বাংলাদেশ নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের অভিনন্দন
বাংলাদেশ এর তিন গর্বিত সন্তান রুশনারা আলী, টিউলিপ রেজওয়না সিদ্দিক ও ড. রূপা হক বাংলাদেশী বংশদ্ভূত বিট্রিশ নাগরিক ব্রিটেনের পার্লামেন্টে এমপি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ নাগরিক অধিকার বাস্তাবায়ন পরিষদ এর পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ নাগরিক অধিকার বাস্তাবায়ন পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি ও দৈনিক সোনালী কণ্ঠ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ ইসলাম আলী, সিলেট জেলা শাখার আহ্বায়ক ও দৈনিক সোনালী কণ্ঠের সিলেট ব্যুারো প্রধান মোঃ হানিফ। এক অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, শাহাজালাল (রঃ) ও শাহপরাণ (রঃ) পবিত্র পূণ্যভূমি সিলেটের কৃতি সন্তান রুশনারা আলী ও বাংলাদেশের প্রতিষ্ঠাতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী টিউলিপ রেজওয়ান সিদ্দিক ও ডা. রূপা হক পৃথিবীর গণতন্ত্রের সুতিকাগারখ্যাত ব্রিটেনের পার্লামেন্ট এমপি নির্বাচিত হয়ে বাংলাদেশের নাম বিশ্বের দরবারে পৌছে দিতে যে সাফল্য অর্জন করেছেন। বিশেষ করে পীর আওলীয়া পূণ্যভূমি সিলেটের বিশ্বনাথের রুশনারা আলী দি¦তীয় বার এমপি নির্বাচিত হয়ে যে গৌরব অর্জন করেছেন তাতে বাংলাদেশীরা বিশ্ব রাজনীতিতে প্রবেশের এগিয়ে গেল। এবং ভবিষ্যতে জাতিসংঘে মহাসচিবের মতো পদে যেকোন বাংলাদেশী অসিন হলে অবাক হওয়ার কিছু নেই। যার বাস্তাব প্রমান রুশনারা আলী, টিউলিপ রেজওয়না সিদ্দিক ও ড. রূপা হক যারা তাদের সততা, কর্মতৎপরতা, রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে ব্রিটেন এর পৃথিবীর উন্নত রষ্ট্রোর পার্লামেন্টে প্রতিনিধিত্ব কওে বাংলাদেশের মানুষের প্রত্যাশা আরো বাড়িয়ে দিয়েছে। তাই বাংলাদেশ নাগরিক অধিকার বাস্তাবায়নর পরিষদ আনন্দিত অচিরেই আমারা আনন্দ উৎসব পালন করব। বিজ্ঞপ্তি