বুরহান উদ্দিন (রঃ) মাদ্রাসার শিক্ষক মাওলানা ইমতিয়াজ আহমদের পিতার মৃত্যুতে শোক
দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউ/পি’র শারপিং জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী প্রবীন মুরব্বি এবং হযরত শাহ গাজী সৈয়দ বুরহান উদ্দিন (র:) মাদ্রাসার সুনামধন্য শিক্ষক মাওলানা ক্বারী ইমতিয়াজ আহমদের পিতাঃ মোঃ সমছু মিয়া গতকাল শুক্রবার বিকাল ৩.২০ মিনিটের সময় শারপিংস্থ নিজ বাড়ীতে ইন্তেকাল করেন ইন্না…………… রাজিউন। মৃত্যু কালে তার বয়স ৭০ বছর ০১ ছেলে ও ০১ মেয়ে স্ত্রীসহ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অসংখ্য গুনি গ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা আজ শুক্রবার বাদ এশা শারপিং জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের ছেলে মাওলানা ক্বারী ইমতিয়াজ আহমদ। তাহার লাশ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবি সমিতির সাবেক সহ সভাপতি ও সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডঃ মোঃ আব্দুল মালিক, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সিলেট জেলা শাখার আমির ও হযরত শাহ গাজী সৈয়দ বুরহান উদ্দিন (রঃ) মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা শায়েখ মোঃ নাছির উদ্দিন, সিলেট জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মুহাম্মদ রমিজ উদ্দিন, সিলেট জালালাবাদ গ্যাস ভবন জামে মসজিদ এর ইমাম মাওলনা ক্বারী মোঃ শিব্বির আহমদ, লালদীঘিরপার হকার্স মার্কেটের ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মোঃ মখলিছুর রহমান, মোঃ জবরুল নুর (জবুল), ধনকান্দি জামে মসজিদের মোতাওয়াল্লী মোঃ জয়নাল আবেদীন, ধনকান্দি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ রাসেল আহমদ, সাধারণ সম্পাদক ও ধনকান্দি জামে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সহ সেক্রেটারী মুহাম্মদ রমিজ উদ্দিন, ধনকান্দি হাজী শফিকুর রহমান স্মৃতি পরিষদের সেক্রেটারী সিলেট সরকারী কলেজের ছাত্র মোঃ লুৎফুর রহমান কালাম, হাজী শফিকুর রহমান স্মৃতি পরিষদের উপদেষ্টা মদিনা ডেকোরেটার্স এর সত্ত্বাধিকারী মোঃ মুশাহিদ আলী, মাওলানা বদরুল আলম সুনাম, প্রমুখ।
বিপুল সংখ্যক মুসল্লিয়ান এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, মাদরাসার শিক্ষকবৃন্দ ও সর্বস্তরের মানুষ জানাজায় উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ এক শোক বার্তায় তাহার মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞপন করেন। প্রেস বিজ্ঞপ্তি