সেন্সর ও মুক্তির অপেক্ষায় ‘পদ্ম পাতার জল’
সুরমা টাইমস ডেস্কঃ ৩ মাস ধরে শুটিংয় চলার পর শেষ হয়েছে ‘পদ্ম পাতার জল’ এর কাজ। ইমন ও বিদ্যা সিনহা সাহা মিম অভিনীত এই চলচ্চিত্রটি এখন চলছে সম্পাদনার কাজ। ট্রাইপড স্টুডিওর প্রথম অবদান ‘পদ্ম পাতার জল’ ছবির গল্পের প্রয়োজনেই বৈচিত্র্যময় সেট ও জমকালো পোশাক ডিজাইন করা হয় বলে জানানো হয়েছে। গীতিকার লতিফুল ইসলাম শিবলীর কাহিনী এবং সংলাপে তন্ময় তানসেনের চিত্রনাট্য ও নির্দেশনায় ঔপনিবেশিক সময়ের একটি গল্পকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা হয়েছে এই চলচ্চিত্রটিতে। ‘পদ্ম পাতার জল’ চলচ্চিত্রের গানগুলোর সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, এস আই টুটুল, অর্ণব, অদিত, ব্যান্ড শিরোনামহীন এবং চিরকুট।