তারেক এখন ফেরারি, তার ভিসার মেয়াদ নেই
সুরমা টাইমস ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান একজন ফেরারি। তার ভিসার মেয়াদ নেই। সে লন্ডনে অবৈধভাবে বসবাস করছে। তার বিরুদ্ধে ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করেছে। যার মাধ্যমে সারাবিশ্বের মানুষ জানতে পারবে সে একজন অপরাধী।’
বৃহস্পতিবার সচিবালয়ে কানাডার হাইকমিশনার বেনওয়া পিয়ের লাঘামে তোফায়েল আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘খালেদা জিয়াকে জনগণের বিচারের মুখোমুখী হতে হবে। তিনমাসের ব্যস্ত হরতাল-অবরোধ শেষে বেগম জিয়া আদালতে গিয়েছেন, বাসায় গিয়েছেন। কিন্তু যারা সহিংসতার শিকার হয়েছেন, পেট্রোলবোমায় দগ্ধ হয়ে মারা গেছেন তাদের কি হবে? এর বিচার জনগণ ভোটের মাধ্যমে করবে।’
তোফায়েল আহমেদ বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সঙ্গে নির্বাচনের কেনো সম্পর্ক নেই। রাজনীতি করারও কিছু নেই।’
বাংলাদেশ ওভেন গার্মেন্টস, নিট ওয়্যার, হোম টেক্সটাইল, হিমায়িত মাছ, সিরামিক, পাটজাত পণ্য, হ্যান্ডিক্যাফট ইত্যাদি কানাডায় রপ্তানি করে। এদিকে কানাডা থেকে বাংলাদেশ তেলবীজ, সার, লোহা, স্টিল, মেকানিক্যাল অ্যাপ্লায়েন্স, পাল্প ফুড ইত্যাদি আমদানি করে থাকে বলে জানান মন্ত্রী।