ছাতকে ঝড়-শিলাবৃষ্টিতে ঘর-বাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি
মিজানুর রহমান ফজলু, ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় ঝড় ও শিলাবৃষ্টিতে ঘর-বাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ ঝড় শুরু হয়ে প্রায় ২০মিনিট স্থায়ী থাকে। ঝড় ও শিলাবৃষ্টিতে পাকা বোর ফসল, শাক-সবজি, গাছ-পালা, কাঁচা-ঘর বাড়ি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়। প্রচন্ড ঝড়ে ছোট বড় গাছ-পালা ও বিদ্যুতের খোটা উপড়ে ফেলে দিলে উপজেলার অনেক এলাকায় বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়ে। উপজেলা ও পৌরশহরের সহস্রাধিক কাঁচা-ঘরবাড়ির টিনের চালা বিধ্বস্থ হয়েছে। স্থানীয়রা জানান, স্মরণ কালের ভয়াবহ শিলাবৃষ্টিতে এ অঞ্চলের পাকা-বোর ফসলের মারত্মক ক্ষতি সাধন হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, শিলাবৃষ্টিতে ২২১হেক্টর পাকা বোর ফসল সম্পূর্ণ রূপে ক্ষতিগ্রস্থ হয়েছে। আংশিক ক্ষতি সাধিত হয়েছে ৪৬০ হেক্টর বোর ফসল ও ৬ হেক্টর শাক-সবজির। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান জানান, ঝড়ে বিধ্বস্থ হয়েছে রামপুর শাহজালাল উচ্চ বিদ্যালয়। জানা গেছে, রামপুর ও সোলেমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝড়ে ক্ষতি হয়েছে। ঝড় ও শিলাবৃষ্টিতে ছাতক পৌরশহর সহ উপজেলার ছৈলা আফজলাবাদ, ভাতগাঁও, দোলার বাজার, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও, সিংচাপইড়, দক্ষিণ খুরমা, উত্তর খুরমা, চরমহল্লা, জাউয়াবাজার, ইসলাম পুর, ছাতক সদর ইউনিয়নের ফসল, ঘরবাড়ি ও দোকান পাট এবং শিক্ষা প্রতিষ্টানের ব্যাপক ক্ষতি হয়েছে।