সিলেটের ৭ পুলিশ অফিসার সহ সারা দেশে ১৩৪ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সুরমা টাইমস ডেস্কঃ পুলিশ প্রশাসনের অতিরিক্ত উপ মহাপুলিশ পরিদর্শক ও অতিরিক্ত পুলিশ সুপার পদে ১৩৪ কর্মকর্তার পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ অধিশাখা থেকে যুগ্ম সচিব আ শ ম ইমদাদুদ দস্তগীর স্বাক্ষরিত এ বিষয়ক এক প্রজ্ঞাপন জারি করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২১ কর্মকর্তাকে অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এ ছাড়াও জেষ্ঠ্য সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে ১১৩ জনকে পদোন্নতি করা হয়। এর মধ্যে পদোন্নতি প্রাপ্ত ছয়জন কর্মকর্তা বর্তমানে জাতিসংঘের শান্তি মিশনে অবস্থান করায় তাঁরা দেশে ফেরার পর তাঁদের পদোন্নতি কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। এ ছাড়া পদোন্নতি প্রাপ্ত দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া থাকায় মামলা নিষ্পত্তি সাপেক্ষে তাঁদের পদোন্নতি কার্যকরের কথা বলা হয়েছে।
এ প্রজ্ঞাপনে সিলেটে মেট্রোপলিটন পুলিশের ৭ পুলিশ কর্মকর্তার নাম রয়েছে । সিনিয়র সহকারি পুলিশ কমিশনার হিসেবে নাম রয়েছে- নরেশ চাকমা, ফাল্গুনী পুরকায়স্থ, এন,এম নাসিরুদ্দিন,দেবব্রত সিংহ চৌধুরী
উপ-পুলিশ কমিশনার মো: আকরাম হোসেন। সিনিয়র সহকারি- পুলিশ সুপার হিসেবে নাম রয়েছে- মো: নরুল আমিন হাওলাদার ও সেতুয়া পারভীন