পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবের নিবন্ধন কার্যক্রম শুরু রোববার থেকে
ছাতক উপজেলার ঐতিহ্যবাহী পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পূনর্মিলনী -২০১৫ নিবন্ধন কার্যক্রম আগামী ৫ই এপ্রিল রোববার সকাল ১০টা থেকে বিদ্যালয় প্রাঙ্গনে শুরু হবে। নিবন্ধন কার্যক্রম চলবে ৩০ সেপ্টেম্বর বুধবার ২০১৫ পর্যন্ত। নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আজ বৃহস্পতিবার ট্রাকযোগে এক প্রচারনা র্যালী অনুষ্ঠিত হয়। স্কুল প্রাঙ্গন থেকে শুরু হয়ে আছাখাছর, বড়কাপন, গোবিন্দগঞ্জ, ধারনবাজার, চেছান বাজার সহ বিভিন্ন এলাকাঘুরে জাউয়া বাজারে এসে শেষ। সিলেটের অবস্থানরত প্রাক্তন সকল ছাত্র-ছাত্রীরা নিবন্ধন কার্যক্রমের জন্য যোগাযোগ করতে পারবেন প্রণব জ্যোতি পাল (০১৭১৬-১৫৮৫৩৫), মোঃ নজরুল ইসলাম (০১৭১২-৬১৪২৩৭) এবং স্থানীয় ভাবে অবস্থানরত প্রাক্তন সকল ছাত্র-ছাত্রীরা নিবন্ধন কার্যক্রমের জন্য যোগাযোগ করতে পারবেন মোঃ নাজমুল হক (০১৭১৭-৫০৮৬১১), দিবাংশু দত্ত পাপলু (০১৭১৬-৩৬৮০০৮), মোঃ ছিদ্দিকুর রহমান (০১৭১৮-৫৩৬৮৮৪), মোঃ শামছুল ইসলাম (০১৭১৫-০৭৭২৩৫), হিরক মিয়া তালুকদার (০১৭১৬-০৪২১৯০)। আগামী ৫ এপ্রিল রোববারের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক এ এস এম মিসবাউজ্জামান শিলু ও সদস্য সচিব আব্দুল মুকিত। বিজ্ঞপ্তি