ইউকে ভিসা সিদ্ধান্ত ফিরিয়ে আনার দাবীতে গণস্বাক্ষর কাল
সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ইউকে ভিসা প্রদানের সিদ্ধান্ত ভারত থেকে বাংলাদেশে অবিলম্বে ফিরিয়ে আনার দাবীতে কাল শনিবার বিকেল ৪ টায় সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে গণস্বাক্ষর কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
এ কর্মসূচী সফল করে তুলতে সচেতন মহলকে উপস্থিত থাকার জন্য সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম আব্দুর রহমান, নির্বাহী কমিটির সভাপতি নূর মোহাম্মদ খান তাইফুর ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি